সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বরিশাল বগুড়া নোয়াখালীতে এসএমই পণ্যমেলার উদ্বোধন

প্রতিদিন ডেস্ক

বরিশাল বগুড়া নোয়াখালীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (এসএমই) পণ্য মেলা।

বরিশালে পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারনের লক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) এই মেলার আয়োজন করে। গতকাল মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এবং এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মো. রাকিব উদ্দিন খান। এর আগে মেলা উপলক্ষে সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মেলায় ৫০টি স্টল রয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গনে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে শহরে বের হয় র‌্যালি। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম। মেলায় ৫৬টি স্টল স্থান পেয়েছে। নোয়াখালীতে মেলা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। দুপুরে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। পরে মেলাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।

সর্বশেষ খবর