সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, যানজট

তিন শিক্ষার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে আন্দোলনরত তিন শিক্ষার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় কলেজের বাসাইল ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন, তৌফিক (১৮), পলাশ (১৭) ও রানা (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক আনিসুর রহমান। তিনি জানান, আহতদের মধ্যে পলাশের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, আন্দোলনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ : এর আগে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগের প্রতিবাদে তারা ওই কর্মসূচি পালন করে। এ সময় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, কলেজের মালিক পক্ষের সঙ্গে মতবিরোধের জেরে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা গত রবিবার পদত্যাগ করেন। এছাড়া গত এক সপ্তাহে রহস্যজনক কারণে ১৬ জন শিক্ষকও পদত্যাগ করেন। আইসিটি বিভাগের শিক্ষক এসএম মনিরুল ইসলাম বলেন, অধ্যক্ষ  স্যারের হাত ধরেই কলেজটি খ্যাতি অর্জন করেছে। তাই স্যারের পদত্যাগে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। কলেজের ছাত্রী সাদিয়া আক্তার অমি বলেন- অধ্যক্ষ স্যার আমাদের বাবার মতো করে লেখা পড়া করান। উনার জন্যই আজ কলেজ দেশসেরা হয়েছে। তাই আমরা অধ্যক্ষ হিসেবে উনাকেই চাই। অপর এক শিক্ষার্থী বলেন, স্যার না থকেলে আমরা এইচএসসি পরীক্ষা বর্জন করবো।

সর্বশেষ খবর