মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নদী ভাঙনে বিপর্যস্ত হিজলা মেহেন্দিগঞ্জের লাখো মানুষ

রাহাত খান, বরিশাল

নদী ভাঙনে বিপর্যস্ত হিজলা মেহেন্দিগঞ্জের লাখো মানুষ

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী -বাংলাদেশ প্রতিদিন

প্রমত্তা মেঘনা, ইলিশা ও কালাবদর নদী বেষ্টিত বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা প্রতিনিয়ত নদী গর্ভে হারিয়ে যাচ্ছে। বছরের পর বছর নদী ভাঙনে নিস্ব এই এলাকার হাজার হাজার মানুষ। এখনও নদীর গ্রাসে একটু একটু করে কমছে মেহেন্দিগঞ্জের মূল ভূ-খন্ডের আয়তন। স্থানীয়রা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন-নিবেদন করলেও ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার বরিশালের সন্তান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কাছে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দীর্ঘ ৪-৫ দশক থেকে মেঘনা, ইলিশা আর কালাবদর নদীর তীব্র ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের আয়তন। এখনও হুমকিতে জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, বাজারসহ বহু স্থাপনা।

গত শনিবার বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি পংকজ নাথ একটি লঞ্চ ভাড়া করে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে মেহেন্দিগঞ্জের শ্রীপুর, আমীরগঞ্জ, বাংলাবাজার, সাদিকপুর, রুকন্দি, হিজলার হরিনাথপুর এবং পুরাতন হিজলায় নদী ভাঙনের ভয়াবহতা দেখিয়েছেন। মন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত চরাঞ্চলের মানুষের দাবী ছিলো একটাই- ব্লক (সিসি ব্লক) চাই, ব্লক চাই। পংকজ নাথ বলেন, হিজলা মেহেন্দিগঞ্জের প্রতিটি ইউনিয়ন প্রতি বছর নদীতে ভাঙছে। ভাঙনের ভয়াবহতা দেখে মন্ত্রী নিজেও ব্যথিত হয়েছেন। জনগণের কল্যাণে কাজ করা শেখ হাসিনা সরকারের মন্ত্রী নদী ভাঙন রোধে পদক্ষেপ নেবেন বলে আশা করেন তিনি। এদিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিটি এলাকায় বর্ষার আগে অস্থায়ী এবং পরে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

সর্বশেষ খবর