মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপ

প্রতিদিন ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বটিয়াঘাটা উপজেলায় আশরাফুল আলম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানা যায়, বিগত নির্বাচনে খুলনার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি এবং কয়রায় জামায়াতের কাছে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীরা পরাজিত হয়। বাগেরহাট : উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ৯টি উপজেলা চেয়ারম্যান পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সদরে  সরদার নাসির উদ্দিন, শরণখোলায় কামাল উদ্দিন আকন, মোংলায় আবু তাহের হাওলাদার, রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন ও কচুয়ায় উপজেলায় এসএম মাহফুজুর রহমান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আলহাজ শাহজাহান ভুইয়া, স্বতন্ত্র তাবিবুল কাদির তমাল, মোখলেছুর রহমান ও এস আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। ব্রাহ্মণবাড়িয়া : জেলার ৭ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৩ জন। আখাউড়ায় চেয়ারম্যান পদে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়া হয় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।  ময়মনসিংহ : ময়মনসিংহে ১৩ উপজেলার মধ্যে মেয়াদোত্তীর্ণ ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  এরমধ্যে হালুয়াঘাটে ৬, ধোবাউড়ায় ১১, ফুলপুরে ৩, ঈশ্বরগঞ্জে ৬, সদরে ৪, গফরগাঁওয়ে ২, ফুলবাড়িয়ায় ৩, ত্রিশালে ৬, গৌরীপুরে ৫, ভালুকায় ৪, নান্দাইলে ৩, মুক্তাগাছায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নোয়াখালী : ৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। টাঙ্গাইল : ১২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫৩ জন চেয়ারম্যান পার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ধামরাই :  ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র মোহাদ্দেছ হোসেন, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন খান মিলন ও জেএসডির আনোয়ার হোসেন মুন্নু মনোনয়নপত্র দাখিল করেন।

মেঘনা :  কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রতন শিকদার দলীয় নেতাকর্মীসহ ইউপি চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলার বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম স্বতন্ত্র, ইসলামী ঐক্যজোটের সোহেল হোসেন, বিএনপির রমিজউদ্দিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। 

সর্বশেষ খবর