বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লার ৮ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার ৮ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে (পঞ্চম ধাপ) কুমিল্লার ১৩ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচটি একক প্রার্থীসহ ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ১৩ উপজেলার আটটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

সূত্র জানায়, হোমনা থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত রেহেনা মজিদ, বিদ্রোহী একেএম সিদ্দিকুর রহমান আবুল, রোস্তম আলম স্বপন ও মো. শহিদুল্লাহসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেঘনায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নৌকার সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, বিদ্রোহী তাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম, বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীসহ পাঁচজন। তিতাসে আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল ইসলাম সোহেল সিকদার। এখানে বিদ্রোহী পারভেজ হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী হানিফ ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরুড়ায় লড়ছেন আওয়ামী লীগ মনোনীত এএন এম মাইনুল ইসলাম, বিদ্রোহী সোহেল সামাদ, বাহাদুরুজ্জামানসহ ছয়জন। লাকসাম থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইউনুস ভূইয়া, নাঙ্গলকোটে সামছুদ্দিন কালু, মনোহরগঞ্জে জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুড়িচংয়ে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম ছাড়াও বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছেন আখলাক হায়দার। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর খান চৌধুরী ও বিদ্রোহী আলহাজ আবু তাহের। চান্দিনায় নৌকার প্রার্থী তপন বকসী ও বিদ্রোহী মুজিবুর রহমান। মুরাদনগরে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত ড. আহসানুল আলম সরকার কিশোর, বিদ্রোহী সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, বিএনপি নেতা গোলাম কিবরিয়াসহ চারজন। দেবিদ্বারে একক প্রার্থী আওয়ামী লীগের জয়নাল আবেদীন।

এছাড়া চৌদ্দগ্রাম উপজেলায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী আব্দুস সোবহান ভূইয়া হাসান।

সর্বশেষ খবর