শিরোনাম
বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ভাঙচুর আগুন, আহত ১১

লালমনিরহাটে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ জন। এ ছাড়া গাইবান্ধা ও ঝিনাইদহে পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই গ্রামে সংঘর্ষ হয়েছে। প্রতিনিধিদের খবরÑ

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ সময় ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলার বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীনের নির্বাচনী বৈঠক চলছিল। এ সময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রহুল আমিন বাবুলের সমর্থকরা ওই বৈঠকে হামলা করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। গাইবান্ধা : গোবিন্ধগঞ্জ উপজেলায় সরকারি জলাশয়ের ইজারার দরপত্র ফেলার জন্য ইউএনওর কার্যালয়ে বাক্স রাখা ছিল। সকালে বাক্সে দরপত্র ফেলা নিয়ে আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ আসনের এমপি সমর্থক শাহীন মিয়ার সঙ্গে সাবেক এমপি আবুল কালাম আজাদের সমর্থক রাজু আহমেদের কথা কাটাকাটি হয়। দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহত হন উভয়পক্ষের ১০ জন। ঝিনাইদহ : শৈলকুপার দেবতলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান পান্না খান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সকালে পান্নার সমর্থকরা মালিতা গ্রুপের লোকজনকে ধাওয়া করে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলামসহ ১২ জন আহত হন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাট-বাজার ও ফেরিঘাট ইজারার দরপত্র দাখিল করা নিয়ে দুই পক্ষে হাতাহাতি হয়েছে। শিবগঞ্জ ইউএনও অফিসে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর