বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সেন্টমার্টিনে আটকা শত শত পর্যটক

বৈরী আবহাওয়ায় জাহাজ বন্ধ

কক্সবাজার প্রতিনিধি

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল এবং ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় গতকাল প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করতে দেয়নি কর্তৃপক্ষ। ফলে দ্বীপে আটকা পড়েছেন দেশি-বিদেশি শত শত পর্যটক। স্থানীয় প্রশাসনের সার্বক্ষণিক তদারকির কারণে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে না ফিরে অনেকে দ্বীপে রাতযাপন করেন। তাদের গতকাল ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত রাত থেকে মুষলধারে বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাওয়ায় বুধবার পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন যাওয়ার অনুমতি পায়নি। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে থাকা পর্যটকরা ফিরতে পারেননি। অন্যদিকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য পর্যটকরা টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাট পর্যন্ত এসে ফিরে যেতে বাধ্য হন। টেকনাফেনর ইউএনও রবিউল হাসান বলেন, বুধবার কোনো জাহাজ সেন্টমার্টিন যেতে না পারায় দ্বীপে অবস্থান করা পর্যটকরা ফিরতে পারেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। দ্বীপে আটকা পড়া এক পর্যটক জানান, তিনি মঙ্গলবার সেন্টমার্টিন পৌঁছেন। এখানে আসার পর ৩ নম্বর সংকেত ঘোষণা হওয়ায় আর ফিরতে পারিনি। পর্যটকবাহী জাহাজের এক কর্মকর্তা জানান, প্রশাসনের অনুমতি না পাওয়া পর্যন্ত সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকবে।’ সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খান বলেন, দ্বীপে বেড়াতে এসে আটকা পড়া পর্যটকদের থাকা খাওয়ার সমস্যা হলে ইউনিয়ন পরিষদ তা সমাধানের ঘোষণা দিয়েছে।

সর্বশেষ খবর