শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাঁচ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি

গাইবান্ধা প্রতিনিধি

পাঁচ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাই বেশি

গাইবান্ধার ৭টি উপজেলার মধ্যে আগামী ১৮ মার্চ ৬টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টি উপজেলাতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে মোট ২৫ জন  প্রার্থী লড়াই করছেন। ছয় উপজেলায় আওয়ামী লীগের দলীয় ৬ চেয়ারম্যান প্রার্থী ছাড়াও  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই আছেন ১০ জন। এছাড়া জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির দুজন করে, এনপিপি’র ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন ৪ জন। স্থানীয়দের মতে অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে লড়াই হবে দলেরই বিদ্রোহী প্রার্থীদের। তবে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ভোট ভাগাভাগি হয়ে দু/এক জায়গায় অন্য প্রার্থীরা জয়ী হতে পারেন এমন শঙ্কার কথাও জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গাইবান্ধা সদর : চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী পিয়ারুল ইসলাম। অন্য প্রার্থীরা হলেন- শাহ সারোয়ার কবির, শফিকুল ইসলাম ও ইস্তেকুর রহমান।

সাদুল্যাপুর : আওয়ামী লীগের প্রার্থী সাহারিয়া খাঁন। অন্যরা হলেন মতিয়ার রহমান সরকার, আবু সাদাত শাহ মো. ফজলুল হক, আক্তার বানু লাকি ও আজিজার রহমান। পলাশবাড়ী : আওয়ামী লীগের প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী। অন্য দুজন হলেনÑ মমতাজ উদ্দীন ও বজলার রহমান।  গোবিন্দগঞ্জ :  আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ প্রধান। অন্য প্রার্থীরা হলেন জাহিদ চৌধুরী, মুকিতুর রহমান রাফি, ফেরদৌস আলম রাজু, আব্দুল মতিন মোল্লা। তবে ফেরদৌস আলম রাজু গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ফুলছড়ি : আওয়ামী লীগের প্রার্থী জিএম সেলিম পারভেজ। অন্য তিন প্রার্থী হলেনÑ বর্তমান উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, আবু সাঈদ ও বেলাল হোসেন ইউসুফ।

সাঘাটা : আওয়ামী লীগের এস এম সামশীল আরেফিন। অন্যরা হলেন- জাহাঙ্গীর কবীর, একেএম মমিতুল হক সরকার এবং মাসুদুর রহমান মাসুদ।

সর্বশেষ খবর