রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ট্রাক্টর থেকে ইট নামাতে গিয়ে চাপা পড়ল ছাত্র

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদের দিয়ে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ইট নামাতে গিয়ে এক ছাত্র ট্রাক্টরচাপা পড়েছে। ঘটনাটি ঘটে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে। আহত মাহমুদ হোসেন ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র ও স্থানীয় পদ্মকোট বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহমেদের ছেলে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। শনিবার বিষয়টি জানাজানি হয়। মাহমুদের ভাই মেহেদী হাসান জানান, মাহমুদের পাজরের হাড় ভেঙে গেছে। হাত ও পায়ে জখম রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ক্লাস বন্ধ রেখে ছাত্রদের দিয়ে ট্রাক্টর থেকে মাথায় করে ইট নামানো হয়। এ সময় সড়কের পাশ দিয়ে চলাচল করা অন্য একটি ট্রাক্টরে চাপা পড়ে মাহমুদ। তাকে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুমিল্লা মেডিকেলে পাঠান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দিয়ে ইট নামানোটা আমাদের ভুল হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী জিন্নাহ জানান, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে ছাত্রদের দিয়ে ইট নামানো ঠিক হয়নি। আহত ছাত্রের সুচিকিৎসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া  হয়েছে।

সর্বশেষ খবর