রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

৪০০ জনের নামে মামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পলাশ থানা এসআই আমিনুল ইসলাম গতকাল গ্রামবাসীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় পাঁচজনকে এজাহারভুক্ত এবং বাগপাড়া ও চরপাড়ার চার শতাধিক লোককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় এনায়েত হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মীর সোহেল রানা। এজাহারভুক্ত আসামিরা হলেন, মানছুর, রনি, জাকির ও গৌতম।

মামলা পর গ্র্রেফতার আতঙ্কে প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বাগপাড়া ও চরপাড়ার গ্রাম। পুলিশ বলছে, প্রকৃত দোষীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে দুর্ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী কাভার্ড ভ্যানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারা পুলিশের ওপরও হামলা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর