বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা

আখাউড়ায় কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসার দায়ে দীপঙ্কর ও জয় নামে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাতে উপজেলার বড়বাজার হাসপাতাল রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৮ ক্যান বিয়ার। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১

লালমনিরহাট সদর উপজেলায় বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম মামুন (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত মাজহারুল কুড়িগ্রামের রৌমারী টিএনটি পাড়ার নুর ইসলামের ছেলে।

-লালমনিরহাট প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার মাঝগাঁও তিরাইল পূর্বপাড়া গ্রামে গতকাল এ ঘটনা গটে। -নাটোর প্রতিনিধি

সাংবাদিক হত্যাচেষ্টা গ্রেফতার ২

কিশোরগঞ্জে সাংবাদিক নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টায় জড়িত অভিযোগে দায়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার কাতিয়ারচর ও সগড়া এলাকা থেকে গতকাল তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কাতিয়ারচর গ্রামের জুয়েল মিয়া ও সগড়া এলাকার সুমন মিয়া।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

রেল লাইনে অজ্ঞাত লাশ

দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর রেল লাইনের ওপর থেকে গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬০) কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। -দিনাজপুর প্রতিনিধি

তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে, আটক ১

তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে আপত্তিকর ছবি থাকা একটি মোবাইল ফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। আটক মাসুদ রানার বাড়ি সাহেবের চর গ্রামে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী অফিস ভাঙচুর

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজিরুল ইসলাম ও ওয়াসিম সাজ্জাদ লিখনের নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গাড়াডোব পোড়াপাড়া বাজারে সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। লিখন জানান, মুখোশধারী সন্ত্রাসীরা নির্বাচনী অফিসে হামলা চালায়। -মেহেরপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর