বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বসুন্ধরা সিমেন্টের ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্মাণ শিল্পিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী গ্রুপ বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রহমতপুরের কামিনি রিফ্রেশ জোনে মঙ্গলবার বিকালে এই কর্মশালা হয়। কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা দেন উজিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. ইউনুস আলী। বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকৌশলী আবুল হাসান। নির্মাণ শিল্পীরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে বাস্তব কাজের অভিজ্ঞতা ও নির্ভরতার কথা তুলে ধরেন। এ সময় বসুন্ধরা সিমেন্টের এজিএম (সাউথ উইং) জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের বরিশাল বিভাগের ডিভিশনাল সেলস্ ইনচার্জ (ডিএসআই) সঞ্জয় কুমার সরকার এবং বরিশালের এরিয়া সেলস ম্যানেজার  (এএসএম) জিয়াউর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর