বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জাল সনদে চাকরি!

সিরাজগঞ্জ প্রতিনিধি

কামারখন্দের চর নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল সনদ দিয়ে দপ্তরি পদে চাকরি নেওয়ার অভিযোগ ওঠেছে আল মামুন সম্্রাট নামে এক ব্যক্তির বিরুদ্ধে। জাল সার্টিফিকেটের বিষয়টি চাকরি বঞ্চিতরা নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের লিখিতভাবে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফলে অন্য চাকরিপ্রত্যাশীসহ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিয়োগ বোর্ডে সদস্য ও চর নগর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ জানান, সার্টিফিকেট জাল হওয়ায় আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু সরকারি নিয়োগ কর্মকর্তা তোয়াক্কা না করে চাকরি দিয়েছেন। নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সার্টিফিকেটটি প্রাথমিকভাবে সঠিক মনে হওয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করা হবে। সনদ জাল প্রমাণিত হলে অভিযুক্তের চাকরি বাতিল করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর