বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

প্রার্থীকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা খাতুনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৮টার পর মাইকে প্রচারণা চালিয়ে আচরণবিধি ভঙ্গ করেন কলস প্রতীকের প্রার্থী নাজমা খাতুন। -ফরিদপুর প্রতিনিধি

অধ্যক্ষের ওপর হামলা

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের সামনে গতকাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত

অভিযোগ করেছেন।

-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

স্কুলছাত্রী হত্যায় মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যা মামলায় বখাটে এহিয়া সরদারকে মৃত্যুদ- দিয়েছে আদালত।  সুনামগঞ্জের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার গতকাল এই রায় দেন। মামলবার বাদী মুন্নির মা রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানান।

-সুনামগঞ্জ প্রতিনিধি

তুলার গুদামে আগুন

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় মাসুমা টেক্সটাইল মিলের তুলার গুদামে গতকাল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে গেছে গুদামে থাকা তুলা। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-গাজীপুর প্রতিনিধি

এসআই রেজাউল

টঙ্গী পশ্চিম থানার এসআই রেজাউল করিম পাটোয়ারীকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে ক্লোজড করা হয়। গত রবিবার স্থানীয় কলাবাগান বস্তি এলাকায় মাদক রাখার অজুহাতে সোহেল নামে এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে এসআই রেজাউল করিম ও সোর্স আলীর বিরুদ্ধে। পরে এলাকাবাসীর কৌশলে সটকে পড়েন তারা। টঙ্গী পশ্চিম থানার ওসি ঘটনার সত্যতা     নিশ্চিত করেন।

-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর