শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়া সদরে বাবা-ছেলের লড়াই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদরে বাবা-ছেলের লড়াই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা-ছেলে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবা লায়ন ফিরোজুর রহমান ওলিও  ও ছেলে শেখ ওমর ফারুকের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি এখন শহরজুড়ে আলোচনার শীর্ষে। লায়ন ফিরোজুর রহমান ওলিও সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের টানা পাঁচবারের সফল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। বাবা-ছেলে দুজনই সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছেন। ফিরোজুর রহমান ওলিও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দিয়েছে। জানা যায়, গত ২৭ জানুয়ারি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার জন্য প্রাথমিকভাবে তৃণমূলের ভোটে তিনজনকে নির্বাচিত করা হয়। এরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।তবে তৃণমূলের ভোটে তৃতীয় হওয়া প্রার্থী জাহাঙ্গীর আলমকে দলের মনোনয়ন দেওয়া নিয়ে সর্বত্র আলোচনা চলছে।  চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদরসহ সাতটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর