শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পল্লীকবির মৃত্যুবার্ষিকী

নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে গতকাল পল্লীকবি জসীমউদ্দীনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে কবির কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কবির বাড়ির আঙ্গিনায়  আলোচনা সভা ও দোয়া মাহফিলে  উপস্থিত ছিলেন- রোকসানা রহমান, কবি পুত্র ড. জামাল আনোয়ার,  জামাল পাশা, অধ্যাপক রেজভী জামান প্রমুখ। -ফরিদপুর প্রতিনিধি

নদী খননের দাবি

আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে কৃষি পরিবেশ আন্দোলনের (কৃপা) উদ্যোগে কুমিল্লার কালাডুমুর নদী খননের দাবিতে মানববন্ধন হয়েছে। দাউদকান্দি উপজেলার আদমপুর মৎস্য প্রকল্পের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন নদী পাড়ের মানুষ। এ সময় নদীটি খনন করে দাউদকান্দির বিস্তীর্ণ বোরো ফসলের মাঠে সেচ সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়।

-কুমিল্লা প্রতিনিধি

হাতির আক্রমণে মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম যশোই মারমা। উপজেলার ডংনালা এলাকা থেকে গতকাল তার লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। যশোই ওই এলাকার পাইক্যং মারমার ছেলে। জানা যায়, বুধবার রাতে মহিষের পাল নিয়ে বাড়ি ফেরার পথে যশোই বন্যহাতির পালের মুখে পড়েন। -রাঙামাটি প্রতিনিধি

মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পিতা ফয়েজ আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গতকাল পরশুরামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় এমপি শিরিন আখতার, কামাল উদ্দিন মজুমদার, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল,  মেসবাউল হায়দার চৌধুরী সোহেল, আবদুল আলিম মজুমদার,  মোহাম্মদ মোস্তফা, এনামুল করিম বাদল, কামাল উদ্দিন মজুমদারসহ হাজার হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। -ফেনী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর