রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ট্রেনের ধাক্কায় নিহত ২ 

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোর আরও দুই যাত্রী। সদর উপজেলার রসুলপুর এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দেমুলেশ তালুকদার ভোলার স্ত্রী রেখা (৪০) ও সিএনজি অটোরিকশাচালক। তার নাম জানা যায়নি।

-টাঙ্গাইল প্রতিনিধি

প্রেমে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

নড়াইল সদর উপজেলার বাজার শিঙ্গিয়া গ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গৃহশিক্ষক ও তার ভাইদের ছুরিকাঘাতে স্কুলছাত্রী, তার দাদি ও এক শিশু আহত হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল এবং বাকি দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানে হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার বাজার শিঙ্গিয়া গ্রামে ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাবেয়া (১১), হেনা (৮) ও জাহানারা বেগম (৫০)। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে।

- নড়াইল প্রতিনিধি

অগুনে পুড়ে ৭ গরু ছাগলের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামের বিষ্ণুপুর গ্রামে অগ্নিকান্ডে শাহাদাত আলী নামে এক কৃষকের বাড়িরঘর পুড়ে হয়ে গেছে। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে সাতটি গরু-ছাগল। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বনপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদাত আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। -নাটোর প্রতিনিধি

গণসংযোগ

আসন্ন কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল বাকি শামীম শনিবার দিনব্যাপী উপজেলার বড়কান্দা-ভাউরখোলা, মানিকারচর,  সননগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের পর ছয়আনী এলাকায় উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আলমগীর রহমান, ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন তপন, আব্দুল হালিম, লিটন আব্বাসী প্রমুখ। -দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর