শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কিশোরগঞ্জে দ্বিতীয় দিনে বাস ধর্মঘট, সীমাহীন দুর্ভোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চলা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। গতকাল দি¦তীয় দিনেও আভ্যন্তরীণ কোনো রুটে বাস চলাচল করেনি। শত শত যাত্রী আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে ফিরে গেছেন।

আন্তঃজেলা বাসস্ট্যান্ডে বিপুল অংকের টাকা চাঁদাবাজি হয়-এমন অভিযোগ এনে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেন বাস মালিকরা। কিশোরগঞ্জ সড়ক পরিবহন সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ জানান, গত মঙ্গলবার ঢাকার সায়েদাবাদে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব ওসমান আলীর সভাপতিত্বে কিশোরগঞ্জ ও ঢাকার মালিকদের যৌথ সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়। তিনি জানান, চাঁদাবাজির বিষয়ে ইতিপূর্বে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। বিষয়টি সমাধানের পথে রয়েছে উল্লেখ করে বাস মালিকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, সমস্যা নিরসনে একটি কমিটি করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর