রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
প্রার্থীর হলফনামা

পাঁচ বছরে সম্পদ বেড়েছে ১৮ গুণ

ময়মনসিংহ প্রতিনিধি

পাঁচ বছর আগে ধারের টাকায় নির্বাচন করেছিলেন। ব্যাংকে কোনো জমা ছিল না। একটি ডিপিএস হিসাবে দুই লাখ চার হাজার টাকা উল্লেখ করেছিলেন। নগদ টাকা ছিল ৮ লাখ ৪২০০ টাকা। বার্ষিক আয় ছিল সাকল্যে আড়াই লাখ টাকা। ব্যাংকে দেনা ছিল ৩০ লাখ। অকৃষি জমির পরিমাণ ছিল আট শতক, যার মূল্য ৫০ হাজার।

এখন তার বার্ষিক আয় ২৮ লাখ ৫৮ হাজার ৬৩৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি চার লাখ ৯৫ হাজার ৬১১ টাকা। আর স্থাবর সম্পদ আছে ৮১ লাখ ৮৯ হাজার ১৭০ টাকার। ঋণ নেই। যার কথা বলা হচ্ছে তিনি ভালুকা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রর্থীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ জন্য নির্বচন অফিসে দাখিল করা হলফনামায় তিনি এ সম্পদের বিবরণী তুলে ধরেছেন। ২০১৪ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় সব মিলিয়ে ১৪ লাখ ১৮ হাজার ২০০ টাকার সম্পদের বিবরণী ছিল। তা এখন দাঁড়িয়েছে দুই কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৪১৫ টাকায়। দুই হলফনামায় সম্পদের পার্থক্য প্রায় ১৮ গুণ।

সর্বশেষ খবর