সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে বিদ্যুতের খুঁটি, চলাচলে ঝুঁকি

হোসেনপুর প্রতিনিধি

মহাসড়কে বিদ্যুতের খুঁটি, চলাচলে ঝুঁকি

কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় হোসেনপুর-ঢাকা মহাসড়কের উপর ও ফুটপাতে রয়েছে পল্লী বিদ্যুতের অর্ধশতাধিক খুঁটি। ফলে এ মহাসড়কে যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। প্রায়ই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। হোসেনপুর পৌরসচিব একেএম হাবিবুল্লাহ জানান, রাস্তা প্রশস্তকরণ কাজ শুরুর আগেই খুঁটি সরানোর জন্য আবেদন করলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। এ কারণে খুঁটি রাস্তার মাঝে রেখেই সড়ক নির্মাণ কাজ শেষ করতে হয়েছে। হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জামাল উদ্দিন ক্ষোভ জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিগুলো না সরানোয় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুর রহমান সরকার জানান, খুঁটি সরানোর কাজ চলছে। সড়কের উপর থাকা বৈদ্যুতিক খুঁটি আগামী এক মাসের মধ্যে অপসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জানা যায়, এক বছর আগে মহাসড়ক উন্নয়ন (রাস্তা প্রসস্তকরণ) পৌরসভার অংশে সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করা হয়েছে। এ মহাসড়ক দিয়েই ঢাকা-হোসেনপুর-নান্দাইল-পাকুন্দিয়ায় কয়েকটি পরিবহনের বাস ও মালবাহী ট্রাক চলাচল করে।

সর্বশেষ খবর