সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
তিন জেলায় অগ্নিকান্ড

বাজার বসতবাড়ি পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, নাটোর ও হবিগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারের ৪০টিরও বেশি দোকান এবং জেলার দেবিদ্বার উপজেলার জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। রবিবার ভোর রাতে ও সকালে পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুমিল্লা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ব্যবসায়ীরা জানান। স্থানীয় এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত¦না দেন। নাটোর : জেলার বাগাতিপাড়ায় রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে দুটি বাড়ির ৬টি ঘর পুড়ে গেছে। রবিবার উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুরের দহপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হবিগঞ্জ : জেলা শহরে অগ্নিকাণ্ড ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর