সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

অভিষেক

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক হয়েছে। রবিবার দুপুরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিসিক বগুড়ার উপ-পরিচালক আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাজ্জাদুর রহমান বিপু, আলহাজ শেখ, রাজেদুর রহমান রাজু, মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক। স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সভাপতি মো. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আজিজার রহমান মিলটন।-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দেয়াল পত্রিকা উৎসব

নেত্রকোনায় গতকাল দিনব্যাপী দেয়াল পত্রিকা উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে  শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ফজলুল কাদের। বেগম রোকেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক মতীন্দ্র সরকার, ওবায়দুল্লাহ, আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ। -নেত্রকোনা প্রতিনিধি

যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

টঙ্গী শৈলারগাতী এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে যুবলীগ নেতা আলী হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে যুবলীগ নেতা আলী হোসেন এবং তার ছেলে রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিতে আসেনি। আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-টঙ্গী প্রতিনিধি

মেঘনায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে টানা গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মিসভা করছেন মেঘনা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম (দোয়াত-কলম)। তিনি গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগের পর চন্দনপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমি বিগত পাঁচ বছরে মেঘনায় প্রচুর উন্নয়ন করেছি। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহায়তা চাই। এ সময় আরও বক্তৃতা করেন আবুল কাশেম, দেলোয়ার মাস্টার, আলেক মেম্বার, সানাউল্লাহ মেম্বার, আজগর মেম্বার, নুর মোহাম্মদ মেম্বার প্রমুখ। 

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর