সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চেয়ারম্যানের বিরুদ্ধে ম্রো নারীকে যৌন হয়রানির অভিযোগ!

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে সংবর্ধনা নিতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ নিপীড়নের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বান্দরবানের আলীকদমে চেয়ারম্যান নির্বাচিত হন মো. আবুল কালাম। এরপর ২২ মার্চ স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের মেরিনচর পাড়ায় সংবর্ধনা নিতে যান তিনি। ওই পাড়াটিতে ম্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেওয়া সংবর্ধনা সভায় এক ম্রো তরুণীকে অশ্লীলভাবে জড়িয়ে ধরেন তিনি। ম্র্রো লোকজনের অভিযোগ, সংবর্ধনা নেওয়ার সময় আবুল কালাম সবার সম্মুখেই এক ম্রো বিধবা নারীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন তারা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে, ম্রো নৃ-গোষ্ঠীর এক নারীকে জনসম্মুখে জড়িয়ে ধরে আছেন। ওই নারীর অভিব্যক্তিতে স্পষ্ট যে, তিনি এতে খুবই অস্বস্তি বোধ করেন এবং জোর করে চেয়ারম্যানের হাত থেকে ছুটে যেতে চেষ্টা করেন। অন্যদিকে চেয়ারম্যান তাকে জোরপূর্বক ধরে রাখার চেষ্টা করেন। এদিকে সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই চেয়ারম্যানের সমালোচনায় সরব হয়েছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন বিধবা নারীকে এভাবে তার ইচ্ছার বিরুদ্ধে প্রকাশ্যে হেনস্তা করার দায়ে চেয়ারম্যানের বিচারও চেয়েছেন অনেকে। এ বিষয়ে আবুল কালাম জানান জানান, মেয়েটির ভাই এবং সে নির্বাচনের সময় তার পক্ষে পরিশ্রম করেছে। সংবর্ধনায় বোন হিসেবে তাকে তিনি জড়িয়ে ধরেছিলেন। সেখানে তার ভাই বোন মা বাবাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর