মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাঘাইছড়িতে সেনা ক্যাম্প দাবি

সেভেন মার্ডারের পর আতঙ্ক

রাঙামাটি প্রতিনিধি

সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়িতে সেভেন মার্ডারের ঘটনার পর নিরাপত্তাহীনতার আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের নিরাপত্তার জন্য বাঘাইছড়িতে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা।  উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গতকাল মাববন্ধন থেকে এ দাবি জানানো হয়। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে গত ১৮ মার্চ সন্ত্রাসী হামলায় নিহত ও আহত পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় সাধারণ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বাঘাইছড়ি পৌরমেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দর শুক্কুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর ছবুর প্রমুখ। বক্তরা অভিযোগ করেন, পাহাড়ি অঞ্চলে সেনা ক্যাম্প না থাকায় সশস্ত্র সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। পাহাড়ে নিরাপত্তা জোরদার করতে হলে অবিলম্বে এখানে সেনাক্যাম্প স্থাপন করতে হবে।

 

সর্বশেষ খবর