মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মাগুরায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল অধ্যক্ষের

প্রতিদিন ডেস্ক

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মাদ্রাসা অধ্যক্ষ আবদুর রউফ (৪০) মারা গেছেন। মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে তার মৃত্যু হয়। আব্দুর রউফ মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি.এম কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনি ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করেছিল। হামলার জন্য স্বজনরা মহম্মদপুরের বালিদিয়া ইউপি চেয়ারম্যান পান্নু মিয়াকে দায়ী করছেন। অভিযুক্ত পান্নু মিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনার সময় মহম্মদপুর উপজেলা নির্বাচনে এলাকায় নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। অযথা এ ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে। এটি চক্রান্ত’। মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ : মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত লাশ গতকাল পৌর শহরের আমিরাবাদ এলাকার একটি নিমার্ণাধীন ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লিমনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় লিমনের গলায় গামছা পেচানো থাকলেও দুই পা মাটির সঙ্গে লেগে ছিল। তার এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বরিশালে ডোবায় মরদেহ : আগৈলঝাড়া উপজেলার বাকাল বাইপাস সড়কের পাশে ডোবায় গতকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরে লাশটি উদ্ধারের পর বরিশাল মর্গে পাঠায় পুলিশ। নারায়ণঞ্জে অটো চালক খুন : নারায়ণগঞ্জ শহর সৈয়দ হোসেন সম্রাট নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতের যে কোনো সময় এ হত্যার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ নগরীর আমলা পাড়া এলাকায় ফেলে রেখে যায়। সোমবার সকালে এলাকাবাসী লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ খবর