বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উপজেলা নির্বাচন নিয়ে অজ্ঞাত ২০০ ব্যক্তির নামে মামলা

কটিয়াদী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা এবং নির্বাচন স্থগিত করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও দোকান ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা দুইশ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি মামলা হয়েছে। কটিয়াদী থানার এসআই তোফায়েল আহমেদ বাদী হয়ে গত সোমবার এ মামলা দায়ের করেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উপজেলা নির্বাচনের দিন থানার গেটে অজ্ঞাতনামা লোকজন দোকান ভাঙচুর করে। এ সময় তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয় এবং পুলিশের কাজে বাধার সৃষ্টি করে। এ ব্যাপারে অজ্ঞাতনামা দুইশ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান। গত রবিবার কটিয়াদীতে উপজেলা নির্বাচন চলাকালে কয়েকটি কেন্দ্রে আগের রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম ৮৯টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়। আগের রাতে ব্যালট পেপারে সিল মারা এবং ভোটগ্রহণ স্থগিত করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

সর্বশেষ খবর