বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগ নেতা ‘হত্যার’ বিচার দাবিতে উত্তাল মাদারীপুর

২৪ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুর প্রতিনিধি

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন ‘হত্যার’ বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাদারীপুর। হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে জেলা ছাত্রলীগ। অন্যথায় মাদারীপুুরকে অচল করে দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতা-কর্মীরা। মাদারীপুর শহরের মিলন সিনেমা এলাকা থেকে গতকাল দুপুরে ছাত্রলীগ মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে মানববন্ধন করে। পরে ডিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান। এ সময়ের মধ্যে গ্রেফতার না হলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে আলটিমেটাম দেন। বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ আবির ও নিহত লিমনের বাবা বাবুল মজুমদার। উপস্থিত ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের সহাস্রাধিক নেতা-কর্মী। উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত হলো। মঙ্গলবারও একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে।  উল্লেখ্য, মাদারীপুরের মিলন সিনেমা এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে গত সোমবার লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। লিমন শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে। পরিবারের দাবি, লিমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর