শনিবার, ৩০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কবিরহাটে দুই প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি

৩১ মার্চ নোয়াখালীর ছয়টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে বিভিন্ন উপজেলায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।

কবিরহাট উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার প্রার্থী কামরুর নাহার শিউলি ও বিদ্রোহী প্রার্থী আলাবক্স তাহের টিটু সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল বেলা ১১টায় নৌকার প্রার্থী তার বাড়িতে সংবাদ সম্মেলন করেন। অপরদিকে বিদ্রোহী আলাবক্স তাহের টিটুও তার নিজ পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য তারা একে অপরকে দায়ী করেন এবং সুষ্ঠু ভোট নিয়ে উভয়ে সংশয় প্রকাশ করেন। ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল দুপুরে নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম। তিনি বলেন, কমিশন থেকে কবিরহাট উপজেলা নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর