রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ে পাখি রক্ষায় অনন্য উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি

বাহারী সব পাখি দেখতে ভিড় জমিয়েছেন পাখি ও প্রকৃতি প্রেমীরা। পাহাড়ের পাখি রক্ষায় খাগড়াছড়ি জেলা শহরে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক দুই দিনব্যাপী ছবি প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। প্রদর্শনীতে খাগড়াছড়ি ও রাঙামাটির দুই তরুণ আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমিরের আঁকা প্রায় ৪০ প্রজাতির পাখির সঙ্গে পরিচয়ের সুযোগ ঘটবে। হামিদুল হক বলেন, ‘এ উদ্যোগ পাহাড়ের বিরল প্রজাতির পাখি রক্ষায় জনসচেতনতা বাড়াবে।’ প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর