সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অপরিচ্ছন্ন ডাইনিং, ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ

সমস্যায় জর্জরিত নেত্রকোনা সরকারি কলেজের একমাত্র ছাত্রী হোস্টেল

নেত্রকোনা প্রতিনিধি

অপরিচ্ছন্ন ডাইনিং, ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ

ছাত্রী হোস্টেলের রান্নাঘর -বাংলাদেশ প্রতিদিন

সমস্যায় জর্জরিত নেত্রকোনা সরকারি কলেজের একমাত্র ছাত্রী হোস্টেলটি। ঝুঁকিপূর্ণ ভবনসহ রান্নার গ্যাসলাইন রয়েছে বিপজ্জনক অবস্থায়। যে কোনো সময় দুর্ঘটনায় আশঙ্কায় থাকেন বাবুর্চিসহ দায়িত্বরতরা। ডাইনিং, বেসিনগুলোও অপরিছন্ন। এর মধ্যেই চলছে ছাত্রীদের খাওয়া-দাওয়া।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হোস্টেলের দুটি ভবনে সিট রয়েছে ২৪০টি। তার মধ্যে রেগুলোর মিল চলে ১৭০ জনের। পুরনো ভবনটি দেবে যাওয়ায় গ্যাস লাইনসহ চুলা রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। মাসের পর অপরিচ্ছন্ন রয়েছে ডাইনিং। তার ওপর মাদকসেবীদের উৎপাত তো আছেই। সিকিউরিটি দেয়ালের ভেতরে প্রবেশ করে বখাটেরা মাদক সেবন করে প্রতিনিয়ত। গেটটিও অরক্ষিত। বিভিন্ন সময়ে উত্ত্যক্তের শিকার হন ছাত্রীরা। কয়েক ছাত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা এ সব সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা। শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী ইফতেকার আলম জানান, আগের ভবনের কোনো তথ্য নেই তার কাছে। নতুন ভবনটির কাজ ২০১৬ সালে শেষ হয়। তিনি জানান, হোস্টেল পরিদর্শন করে নতুন করে বাউন্ডারিসহ কয়েকটি কাজের ইস্টিমিট করা হচ্ছে। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম ছাত্রীদের সমস্যার কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি শিক্ষা প্রকৌশলকে কয়েক দফায় জানানো হয়েছে।

সর্বশেষ খবর