মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খাবার পানি সংকটে আট গ্রামের মানুষ

দিনাজপুর প্রতিনিধি

অনাবৃষ্টি আর ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আট গ্রামের গভীর নলকূপগুলোতে পানি আসছে না।ফলে খাবার পানি সংকটে ভুগছেন ইউনিয়নবাসী। খাবার পানি সংগ্রহ ও নিত্যপ্রয়োজনে কয়েক কিলোমিটার দূরে গভীর নলকুপের পানি সংগ্রহ করতে হয় তাদের। এ ঝক্কি এড়াতে অনেকে পুকুরের অপরিচ্ছন্ন পানি দিয়ে রান্নার কাজ সারছেন। একই পুকুরে মানুষ ও গরু ছাগল গোসলও করাতে দেখা গেছে। কিছু এলাকায় রাতে নলকূপে সামান্য পানি উঠায় রাত জেগে পানি সংগ্রহ করছেন কেউ কেউ। উপজেলা প্রশাসন বলছে, এরই মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি পানির সংকট কমে যাবে। বীরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গোলঘরা এলাকায় দেখা যায়, দূর-দূরান্ত থেকে নারীরা হাঁড়ি পাতিল, বালতি, কলস নিয়ে পানি সংগ্রহ করছেন। পানি সংগ্রহ করতে আসা আরতি বালা (৫৫) বলেন, ‘বা সাত দিন ধরি গাও ধওনাই জল বেগরে। হামার যে কি জিলতি শুরু হইছে, একদিন থাকিলে বুঝা পাবেন’। লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আলম হোসেন ও জাহাঙ্গীর আলম জানায়, গত এক মাসে তারা ৩-৪দিন গোসল করেছেন। পরিবারের জন্য পানি জোগাড় করতে রাত জেগে নলকূপ চাপেন। বছরের শুকনা মওসুমে খাবার পানি সংকট দেখা যায়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন জানান, আমিসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও বরেন্দ্র উন্নয়ন প্রকৌশলী, উপজেলার চেয়ারম্যান ওই এলাকা পরিদর্শন করেছি। ওই ইউনিয়নে খাবার পানি সংকট নিরসনে ১৫টি ‘তারা টিউবওয়েল’ চালু করা হয়েছে। মাহানপুর বাজার এলাকায় ব্যবস্থা করা হয়েছে পানি সরবরাহের।

সর্বশেষ খবর