মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বারুণী স্নানোৎসব

গোপালগঞ্জের ওড়াকান্দিতে আজ থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৮-তম জন্মতিথিতে স্নানোৎসব ও মহা-বারুণীর মেলা। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় স্নানোৎসব ও মেলা। -গোপালগঞ্জ প্রতিনিধি

সুন্দরবনে শুরু মধু আহরণ মৌসুম

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে গতকাল। ১ এপ্রিল থেকে আগামী ১৫ জুন পর্যন্ত মৌয়াল ও বাওয়ালীরা বনবিভাগ থেকে পাস নিয়ে মধু আহরণ করতে পারবেন।

-সাতক্ষীরা প্রতিনিধি

বিষ ঢেলে খেত নষ্ট

দিনাজপুরের ফুলবাড়ীতে বিষ প্রয়োগ করে বোরো ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ব্যপারে রবিবার বিকালে জমির মালিক শাহাজামাল মন্ডল থানায় অভিযোগ করেছেন।

-দিনাজপুর প্রতিনিধি

বিনামূল্যে মাস্ক বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে গতকাল নন্দন পার্কের উদ্যোগে মরণব্যাধি সিলিকোসিস রোগে প্রতিরোধে বিনামূল্যে ওয়াশেবল মাস্ক বিতরণ করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার শ্রমজীবী মানুষ সিলিকোসিস রোগে মারা যাচ্ছেন। মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলার আহবান জানান নন্দন পার্কের নির্বাহী পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউসুফ (অব.)। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ রানা, মামুনসহ নন্দন পার্কের কর্মকতারা। -কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর