বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চুরি-ডাকাতি রুখতে রাত জেগে গ্রামে গ্রামে পাহারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

চুরি-ডাকাতি রুখতে রাত জেগে গ্রামে গ্রামে পাহারা

লাঠি হাতে পাহারায় একদল যুবক -বাংলাদেশ প্রতিদিন

রাত ঠিক ১১টা। গ্রামের লোকজন লাঠি, বল্লম, বাঁশি, চার্জলাইট নিয়ে এক এক করে আসতে শুরু করে। দলে দলে বিভক্ত হয়ে গ্রামের প্রবেশ পথসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শুরু হয় পাহারা দেওয়ার কাজ। গ্রামের ভিতরে অপরিচিত কাউকে দেখলেই তাকে ঘিরে ফেলছে। শুরু হয় নানা প্রশ্ন। অপরিচিত হলে লিখে রাখছেন নাম ও ঠিকানা। প্রতি রাতে এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকাসহ প্রতিটি ইউনিয়নে।

গ্রামবাসী জানান, প্রায় এক মাস আগে পৌর এলাকার দুর্গাপুরে নূর মিয়ার বাড়ি ও তার একদিন আগে উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামে জলিল মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটে নেয়। এরপর থেকে প্রায় প্রতি রাতে উত্তর ইউনিয়নের কোনো না কোনো স্থানে হানা দিচ্ছে ডাকাত। ডাকাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বাধ্য হয়ে জানমাল রক্ষার্থে লোকজন চুরি, ডাকাতি রোধে  প্রতি রাতে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেন। উত্তর ইউনিয়নের আজমপুর, চানপুর, আমোদাবাদ, রামধন-নগর ও পৌর শহরের দুর্গাপুর, চাঁনপুর এলাকায় গিয়ে দেখা যায় এক প্রকার আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে। পাহারা দেওয়ার কাজে ছাত্র, যুবক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক কাজ করছে। ১০-১২ জনের দলে বিভক্ত হয়ে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে পাহারা। আখাউড়া উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন বলেন, স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। আখাউড়া ওসি রসুল আহমেদ নিজামী বলেন, বেশ কয়েকটি সভা করেছি। চুরি-ডাকাতি রোধে পুলিশও কাজ করছে।

সর্বশেষ খবর