বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাবার কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাবার কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে

শারীরির প্রতিবন্ধকতাকে জয় করেছেন বগুড়ার ধুনট উপজেলার নাইচ খাতুন। শুধু বা হাত আর ও মনের জোর নিয়েই শিক্ষাজীবন শুরু করা নাইচ এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। অদম্য ইচ্ছা ও মনোবল ঠিক থাকলে স্বপ্ন যে বাস্তবে পরিণত হয়, তার দৃষ্টান্ত দেখিয়েছেন ধুনট উপজেলার দরিদ্র এ শিক্ষার্থী। নাইচ খাতুনের দুটি পা থাকলেও তা কাজ করছে না। ডান হাতেও নেই শক্তি। সম্বল একমাত্র বাঁ হাত। এ নিয়েই চলছে তার নিরন্তর লড়াই। শারীরিক প্রতিন্ধকতার কাছে হার না মানা নাইচ খাতুন বাবার কোলে চড়ে গতকাল ধুনট সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আসেন এইচএসসি পরীক্ষা দিতে। সে মানবিক বিভাগের শিক্ষার্থী। নাইচের বাবা নজরুল ইসলাম প্রান্তিক কৃষক। সোমবার সকাল ১০টার দিকে পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাবা নজরুল ইসলাম তাকে কোলে তুলে নিয়ে নির্ধারিত কক্ষের বেঞ্চে বসিয়ে দিয়েছেন। বাঁ হাত দিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর লিখছেন তিনি। প্রতিবন্ধী হওয়ায় নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট পর পরীক্ষা শেষে আবার একইভাবে তাকে বাড়ি নিয়ে যান বাবা।

সর্বশেষ খবর