বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ডাক্তারের অবহেলায় মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চৌদার গ্রামের মানিক (৩০) গতকাল ভোরে  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হয়। স্বজনরা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দায়িত্বরত চিকিৎসক রোগীর কাছে না গিয়েই ব্যথানাশক ওষুধ লিখে দেন। বেলা দেড়টার দিকে তিনি মারা যান। অভিযুক্ত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। হোসেনপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. নাসিরুজ্জামান সেলিম বলেন, ওই সময় হাসপাতালে অটিজম দিবসের আলোচনা সভা চলছিল। তাই রোগীকে দেখতে যেতে পারেনি কোনো চিকিৎসক।

সর্বশেষ খবর