বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মাওয়া-কাঁঠালবাড়ী নৌরুট সচল রাখার নির্দেশ প্রতিমন্ত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যে কোন উপায়ে মাওয়া-কাঁঠালবাড়ী নৌ ও ফেরি রুট সচল রাখতে হবে।’ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন তিনি। মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনকালে গতকাল মন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, পদ্মা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মাওয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরির মাধ্যমে প্রতিদিন ১৩০০ থেকে ১৫০০টি গাড়িতে প্রায় এক লাখ যাত্রী পারাপার হয়। এ পথটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার। বর্তমানে মাওয়া ঘাটে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২৫০টি স্পিডবোট চলাচল করছে।

সর্বশেষ খবর