বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বখাটের কারাদন্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে নাকিব ইসলাম দিদার (১৯) নামে এক বখাটেকে তিন মাস কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদলতের বিচারক পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেছুর রহমান গতকাল বিকালে এ রায় দেন। দিদারের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা, আটক

রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার অভিযোগে আজিজুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান।

-নিজস্ব প্রতিবেদক, রংপুর

আলোকিত মেঘনা গড়ার ঘোষণা

আলোকিত মেঘনা গড়ার ঘোষণা দিয়েছেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রতন শিকদার। গত রবিবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় দুই হাজার ভোটে এগিয়ে থাকা নৌকার প্রার্থী রতন শিকদার  নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন। তিনি মেঘনাবাসীর সহযোগিতা চান। গাজী মকবুলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার, সানাউল্লাহ শিকদার, ওমর ফারুক প্রমুখ। প্রসঙ্গত, দুই কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

গণপিটুনিতে নিহত

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাত দলের হামলায় আহত হয়েছেন এলাকার তিন ব্যক্তি। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফয়েজ (৫০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের আলী আকবরের ছেলে।

-নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর