বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

সুনামগঞ্জ প্রতিনিধি

বারুণী স্নানে পুণ্যার্থীর ঢল

তাহিরপুরের জাদুকাটা নদীতে স্নানোৎসবে মেতেছে ভক্তরা

তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে এবারও বারুণী স্নান উৎসবে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর ঢল নামে। প্রায় ৭০০ বছর ধরে বছরের এই সময়ের নির্দিষ্ট তিথিতে গঙ্গাস্নানের পুণ্যলাভের আশায় পাহাড়ি জাদুকাটা নদীতে স্নান করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল সকাল ৯টা থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত এবার স্নানের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো পুণ্যার্থী ‘নদীর জলে অতীতের গ্লানি ধুয়ে ফেলে নতুন জীবন লাভ করে’ আনন্দচিত্তে ঘরে ফিরে যান। প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের প্রাচীন লাউড় রাজ্যের ঐতিহ্যবাহী নবগ্রাম রাজারগাঁওয়ে শ্রীশ্রীঅদ্বৈত প্রভুর জন্মস্থান জাদুকাটা নদীতে বছরের ওই সময়টাতে সপ্তগঙ্গার পানি এক মোহনায় মিলিত হয় বলে বিশ্বাস করেন হিন্দুধর্মাবলম্বীরা। স্থানীয় গড়কাটি ইসকন মন্দির ও প্রশাসন বারুণী স্নান উৎসব তত্ত্বাবধান করে।

সর্বশেষ খবর