বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মাদক-জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে : আইজিপি

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক-জঙ্গিবাদ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তবে সম্পূর্ণভাবে মাদক-জঙ্গি দমন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরের দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে মহিলা পুলিশ ব্যারাক ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ভাস্কর্য ‘স্বোপার্জিত পতাকা’র উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আইজিপি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, ইতিপূর্বে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাংবাদিকরা আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ভবিষ্যতেই সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জিরো টলারেন্স এ সময় এম খুরশীদ হোসেন, এ কে এম হাফিজ আক্তার, মাসুদুর রহমান ভুঞা, নিশারুল আরিফ, বেলায়েত হোসেন, শহীদুল্লাহ মোহাম্মদ দাউদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর