বুধবার, ৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
পদ্মা-মেঘনায় ট্রলারডুবি

তিনজনের লাশ উদ্ধার নিখোঁজ আরও ৪

মানিকগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি

মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পৃথক ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল সকালে পদ্মা নদীতে দুটি লাশ  ভেসে। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধারের  পর পুলিশের কাছে হস্তান্তর করে। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে ইয়াদ আলী এবং ১৫ কিলোমিটার দূরে চান মিয়ার লাশ ভেসে ওঠে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় দুই কৃষি শ্রমিক নিখোঁজ হন। একই সময় হরিরামপুর উপজেলার ধুলসুরা এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবিতে তিনজন নিখোঁজ হন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনায় ট্রলারডুবির দুইদিন পর সহকারী প্রিসাইডিং অফিসার ও ইউসিবি ব্যাংকের সোনারগাঁ শাখার ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিনের  লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ এক পুলিশ সদস্যের সন্ধান মেলেনি। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় সোনারগাঁর চরকিশোরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ২২ জনের একটি দল ট্রলারে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেন।  ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। নিখোঁজ তিনজনের মধ্যে সোমবার নারী আনসার সদস্য রিতার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর