বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুই জেলায় ঝড়-শিলাবৃষ্টি উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধি

দুই জেলায় ঝড়-শিলাবৃষ্টি উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

কুমিল্লায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমড়া খেত -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ও ঘরবাড়ি। নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে প্রায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে এ বছর বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল ব্রিআর-২৮। ঝড় ও শিলাবৃষ্টিতে এ সব জমির প্রায় ৯৯ শতাংশ পাকা ধান ঝরে পড়েছে বলে জানিয়েছেন ভরাকুট ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল হক। নাসিরনগর সদর ইউনিয়নের ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদ জানান, সদর ইউনিয়নের নাসিরপুর, টেকানগন, মন্নরপুর, কামারগাঁয়ের বেশির ভাগ গ্রামের পাকা ধান শিলাবৃষ্টিতে ৯০ শতাংশ ক্ষতি হয়েছে। গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল বলেন, আমার ইউনিয়নের শত শত কৃষকের পাকা ধানের ক্ষতি হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তারা দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, উপজেলয়া এ বছর প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে প্রায় ছয় হাজার হেক্টর জমির পাকা ধানের ব্যাপক ও আংশিক ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।

শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি : কুমিল্লা জেলার আদর্শ সদর, সদর দক্ষিণ, দেবিদ্বার, চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, মেঘনা ও তিতাস উপজেলায় গতকাল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান, এই সময়ে মাঠে ভুট্টা, গম, তরমুজ, বাঙ্গি, লাউ, মিষ্টি কুমড়া, শসা পরিপক্ক অবস্থায় ছিল।

সর্বশেষ খবর