বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এক পলক

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

রংপুর, বগুড়া ও কুড়িগ্রামের ফুলবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। রংপুর : রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে স্পৃষ্ট হয়ে খাদেমুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত খাদেমুল ইসলাম রংপুর সদর উপজেলার উত্তর বিড়াবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে। বগুড়া : কাহালু উপজেলার বাগইল গ্রামে মারা গেছেন আলী মুদ্দিন নামে এক যুবক। তিনি উপজেলার বাগইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে দশরথ চন্দ্র নামে একজনের মৃত্যু হয়েছে। দশরথ ওই গ্রামের খোকা রাম রায়ের ছেলে।

-প্রতিদিন ডেস্ক

বাবাকে কুপিয়ে জখম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকাসক্ত ছেলের হাতে আহত হয়েছেন বাবা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বাবা দিনেশ বিশ্বাসকে। তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলার পুরান ঘুরঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। -ফরিদপুর প্রতিনিধি

আগুনে বৃদ্ধার মৃত্যু

ভেড়ামারায় অগ্নিকান্ডে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর বাঙ্গালপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মৃতের নাম সালেহা বেগম (৬৩)। স্থানীয়রা জানান, সালেহা রাতে প্রতিবেশী আনছের আলীর গরুঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে এলাকাবাসী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই গোয়াল ঘরে থাকা গরু বাঁচাতে গিয়ে আগুনে সালেহা খাতুন দগ্ধ হয়ে মারা যান। গোয়াল ঘরে থাকা তিনটি গরু, একটি রান্নাঘর ও বসতঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে।-কুষ্টিয়া প্রতিনিধি

তিন হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাড়ে তিন হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে’ প্রোগ্রামের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এ জন্মদিন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এইচএম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, সুবাস জয়ধর প্রমুখ বক্তৃতা করেন।-গোপালগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর