বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
পিবিআইতে স্মারকলিপি

গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হত্যার বিচার দাবিতে অবস্থান

গাইবান্ধা প্রতিনিধি

হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর মামলার আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবিতে গতকাল গাইবান্ধা জেলা পিবিআই অফিসে অবস্থান পালন করেন সাঁওতালরা। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী-বাঙালি সংহতি সমাবেশ এ কর্মসূচির আয়োজক। সাঁওতাল নেতা ফিলিমন বলেন, অবিলম্বে আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দেওয়া না হলে কেন্দ্রীয় পিবিআই অফিসে অবস্থান গ্রহণসহ দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। পরে জেলা পিবিআইর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পিবিআইর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, চাঞ্চল্যকর মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। অচিরে প্রতিবেদন প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর