শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কাজ শেষের এক মাসেই আবারও অসুস্থ সড়ক

নেত্রকোনা প্রতিনিধি

কাজ শেষের এক মাসেই আবারও অসুস্থ সড়ক

দেখে বোঝার উপায় নেই এক মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। তেঁতুলিয়া-গাগলাজুর সড়কের একাংশ

নেত্রকোনার হাওরাঞ্চলের মোহনগঞ্জ-গাগলাজুর পর্যন্ত ১৬ কিলেমিটার সড়কের সংস্কার কাজ গত বছর শুরু হয়ে এক মাস আগে শেষ হয়েছে। কাজ শেষের এক মাসের মাথায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির তেঁতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত সাত কিলোমিটার আগের অবস্থায় ফিরে গেছে। এ সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। একেবারে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সংস্কার কাজে অনিয়ম হয়েছে- এমন অভিযোগ তুলে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার নিম্নমানের কাজের ব্যাপারে বাধা দিলেও কোনো প্রতিকার হয়নি বলে জানিয়েছেন গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। ঢালাই করা কংক্রিট থেকে বালু, পাথর ও রড বেরিয়ে ছোট যানবাহনও এখন গর্তে আটকে যাচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা। এ বিষয়ে জানতে গতকাল এলজিইডির মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলমের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘অনিয়মের অভিযোগ সত্য নয়। আমি ময়মনসিংহ মিটিংয়ে আছি পরে কথা বলেন’- এই বলে ফোন কেটে দেন।’ গাগলাজুর গ্রামের কয়েকজন কৃষক অভিযোগ করেন, সড়ক ঠিক করার নামে লুটপাট হয়েছে। কৃষকরা দিনরাত খাটার পর ফসল ঘরে তোলার সময় বেহাল সড়কের কারণে ভোগান্তির শিকার হন। বছরের পর বছর সড়কের কাজই চলে, তাদের উপকারে আসে না। তারা বলেন, ‘হাওরের ধান হাওরেই পানির দরে বিক্রি করতে হয়। অতিরিক্ত বহন খরচের করণে সড়ক দিয়ে ফসল বাড়ি পর্যন্ত নেওয়া যায় না।’

সর্বশেষ খবর