শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সুন্দরবনে আগুনসন্ত্রাস ঠেকাতে দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে আগুনসন্ত্রাস ঠেকাতে সব ধরনের দাহ্য পদার্থ বহন-ব্যবহার নিষিদ্ধ করেছে বন বিভাগ। আগুনসন্ত্রাসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বন সংলগ্ন লোকালয়ে গতকাল দিনভর মাইকিং ও জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে প্রচারণা চালানো হয়েছে। একই দিন লোকালয়ে টানিয়ে দেওয়া হয়েছে এ সংক্রান্ত সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড (বিশ^ ঐতিহ্য) এই বনে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ ইকোটুরিস্টরা যাতে সঙ্গে দাহ্য পদার্থ বহন করতে না পারে সে জন্য বনরক্ষীরা তল্লাশি শুরু করেছে। অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শুষ্ক মৌসুমে বনে আগুন লাগার শঙ্কা বেড়ে যায়। একশ্রেণির জেলে ও বনজীবী চোরাপথে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনে ঢুকে রাতের আঁধারে  মাছ ও মধু আহরণ করতে প্রায় বছরই পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়।

সর্বশেষ খবর