রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
যৌন নির্যাতন

দুই স্কুলছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের দুই কিশোরীকে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার নামে ভুক্তভোগী দুই পরিবারকে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ সুপারের হস্তক্ষেপে শুক্রবার রাতে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার এক কিশোরীর গতকাল সদর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। একাধিক সূত্র জানায়, বালিগ্রাম ইউনিয়নের পঞ্চম শ্রেণিপড়–য়া দুই কিশোরীকে গত বুধবার স্কুলে যাওয়ার পথে আটিপাড়ার কয়েক বখাটে জোর করে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে দুই কিশোরীকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায় তারা। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফ্ল্যাট থেকে দুই কিশোরীকে উদ্ধার করে। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা মীমাংসার কথা বলে ডাসার থানার এসআই দেলায়ার ও বালিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা অভিযুক্তদের পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায় করে। দুই কিশোরীর পরিবারকেও মামলা না করা ও বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়। মীমাংসা করে দেওয়ার কথা অস্বীকার করে মতিন মোল্লা বলেন, ‘মেয়ে পক্ষের লোকজন বৃহস্পতিবার দিবাগত রাতে আমার কাছে এসেছিল। আমি টাকাও নেইনি মীমাংসাও করিনি।’ এসআই দেলোয়ার বলেন, ‘আপনারা-তো নেগিটিভ কথাই ভালো শোনেন। শুনলে তো কিছু করার নাই। তবে আরও তদন্ত করে দেখুন।’ মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার জানান, এ ঘটনা শালিসযোগ্য নয়। যদি কোনো পুলিশ সদস্যের এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর