রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সংযোগ সড়ক বেহাল সেতু পারাপারে দুর্দশা

ফরিদপুর প্রতিনিধি

সংযোগ সড়ক বেহাল সেতু পারাপারে দুর্দশা

ফরিদপুরের সালথায় এবড়ো-খেবড়ো সংযোগ সড়ক

ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে কুমার নদের উপর নির্মিত সেতুর সংযোগ সড়কটি বেহাল হয়ে পড়েছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এ সেতু দিয়ে চলাচলকারী ১০ গ্রামের ৩০ হাজার মানুষ। উভয় পাশের সংযোগ সড়কের মাটি ও ইট উঠে গেছে। ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, সাইকেল নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণের। ভ্যান, রিকশা চলাচল কষ্টসাধ্য হওয়ায় এলাকার উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সেতুটির সংযোগ সড়কের খারাপ অবস্থার কারণে অনেক কৃষক পণ্য বিক্রির জন্য ১০ কিলোমিটার ঘুরে বাজারে নিতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, সেতুটির অবস্থান রাস্তা থেকে অনেক উঁচুতে। তাছাড়া সংযোগ সড়কটি বেহালদশা হওয়ায় মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা দ্রুত সংযোগ সড়কে মাটি দিয়ে উঁচু করাসহ সংড়কটি মেরামতের জোর দাবি জানান। উল্লেখ্য, ২০১১ সালে ৫২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করেছিল সালথা উপজেলা এলজিইডি বিভাগ।

সর্বশেষ খবর