রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি

‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে গতকাল এ কর্মশালায় ৬০ জন রাজমিস্ত্রি অংশ নেন।

স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের প্রধান প্রকৌশলী শাহীন ইসলাম খান। বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জি. মারুফ বিল্লাহ ও গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহমেদ উল্লাহ। বক্তারা বলেন, ‘সিমেন্ট শিল্পে বাংলাদেশে সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তি ভিআরএম। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের এরিয়া ম্যানেজার মশিউর রহমান, ঈশ^রগঞ্জের টিএসই আরিফ রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর