রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুই বাংলার কবিদের মিলনমেলা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সাহিত্য সংসদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য পুরস্কার প্রদানের ৩০০তম অনুষ্ঠানে দুই বাংলার কবিদের মিলনমেলায় পরিণত হয়। শনিবার সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান অতিথি ছিলেন ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য্য ডক্টর পবিত্র সরকার। জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগারের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, পলিসি রিচার্জ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান হাবিব মনসুর, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি হারুন অর রশীদ প্রমুখ।

সর্বশেষ খবর