রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মন্দিরের জমি দখলের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর উপজেলার বরমী বাজারে লক্ষী নারায়ণ মন্দিরের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার ভোরে মন্দিরের প্রায় দুই শতাংশ জমি দখলে নেওয়া হয়। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভোলানাথ সাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযুক্ত মাসুম জানান, তিনি মন্দিরের জায়গা ক্রয়সূত্রে মালিক হয়েছেন। যেহেতু মন্দির কমিটি এই জমিটি মন্দিরের দাবি করেছেন, তাই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার জানান, একটি কুচক্রীমহল মন্দির দখলের পাঁয়তারা করছে। মন্দির কর্তৃপক্ষকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

সর্বশেষ খবর